জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে আবারও বিবেচনায় আসছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিসিবির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে থেকেই সাকিব আল হাসান দেশের বাইরে আছেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি আর দেশে ফিরতে পারেননি; এমনকি বর্তমানে তার নামে একটি হত্যা মামলা আছে। এমন এক জটিল পরিস্থিতিতে তাকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। আমজাদ হোসেন জানান, সাকিবের বর্তমান ফিটনেস, খেলার জন্য প্রাপ্যতা এবং নির্দিষ্ট ভেন্যুতে সশরীরে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে নির্বাচক প্যানেল তাকে অবশ্যই পরবর্তী সিরিজের জন্য বিবেচনায় নেবে। বোর্ড সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।