ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহতঅবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলঢাকায় হতে পারে বজ্রবৃষ্টিকাতারে হামলা চালিয়েছে ইসরায়েলঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
No icon

অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

নেপালে আটকেপড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বৃহস্পতিবার দেশে ফিরছে। আজ বেলা সাড়ে ১১টার পর নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরবে জাতীয় দলের ফুটবলাররা।জানা গেছে, বাফুফে, কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে আসছেন বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে।দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছে বাংলাদেশ দল। গত শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে গত মঙ্গলবার নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি নেপালের সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয়। ওইদিনই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে খেলোয়াড়রা বাধ্য হয়ে কাঠমান্ডুর হোটেলে অবস্থান করতে থাকেন। গত দুই দিন হোটেলেই বন্দী অবস্থায় সময় কাটাতে হয় জামালদের।