২০২৬ সাল থেকেই নতুন বেতন স্কেলে বেতন-ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরাবাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি, কমছে ডিমের দামওকক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানেএনসিপি নেতা নাসীরুদ্দীন বললেন, পদত্যাগ করিনি
No icon

প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড নিয়ে যা জানালেন মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ গ্রেড খুব দ্রুত বাস্তবায়ন হবে। এটি এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়ন হলেও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডের দাবিতে আন্দোলন করছেন।তবে অন্তর্বর্তী সরকারের কনসালটেশন কমিটি তাদের জন্য ১২তম গ্রেড ও সহকারী প্রধান শিক্ষক নামে একটি নতুন পদ সৃষ্টির সুপারিশ করেছে, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন।প্রধান শিক্ষকদের বেতন উন্নীত করার নির্দেশ উচ্চ আদালত থেকে আসায়, ৪৫ জন রিটকারী শিক্ষককে ইতিমধ্যে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতি জানায়। অবশিষ্ট প্রধান শিক্ষকদের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।