৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নরহাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল হাসিনাসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ দেয়ার আবেদননিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহতমধ্যরাতে হাজারীবাগে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
No icon

গল্পের নায়ক হতে চান ‘উড়াল’ অভিনেতা সোহেল তৌফিক

একঝাঁক তরুণকে নিয়ে বন্ধুত্বের গল্পে চলতি মাসের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘উড়াল’। তরুণ নির্মাতা জোবায়দুর রহমানের পরিচালনায় তিন বন্ধুর একজন ‘রঞ্জু’ হয়ে পর্দায় আসেন তরুণ অভিনেতা সোহেল তৌফিক। ছবিটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এই তরুণ অভিনেতা।