নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারাগোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, ভাঙচুরদুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাসবৃষ্টি হলেই ভোগান্তি ঢাকায়বড় চ্যালেঞ্জের মুখে ইসি
No icon

বুধবার পালন করা হবে রাষ্ট্রীয় শোক

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপবে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে বুধবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।শহীদদের মাগফিরাতের জন্য আগামীকাল সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ওই দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার।