হজের প্রস্তুতি ঢিমেতালে, সৌদি সরকারের তাড়াচতুর্মুখী চাপে নির্বাচন কমিশনচলতি মাসে ১৭ জেলা সফর করবেন তারেক রহমান২২০ আসনে থাকছে জামায়াতের প্রার্থী, এনসিপির ৩০বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত
No icon

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৯

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তসহ দেশে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে এবং নতুন ৩ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬৮ শতাংশ।উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং এর ১০ দিন পর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মারা যান।