দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

মধ্যরাতে রাজধানীতে দমকা বাতাসসহ বৃষ্টি

রাজধানীতে দুই দফা বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। গতকাল শনিবার ইফতার শেষ হতেই শুরু হয় দমকা বাতাস। তার পর অল্প সময়ের জন্য হয় বৃষ্টি। পরে রাত ১২টার পর আবারও বৃষ্টি নামে। সঙ্গে ছিল দমকা বাতাস। তবে তাৎক্ষণিকভাবে আবহাওয়া অধিদপ্তর এ নিয়ে কিছু জানাতে পারেনি।রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয়। সেখানে বৃষ্টির পরিমাণ ও বাতাসের গতি পরিমাপ করা হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, সন্ধ্যার পর আগারগাঁওয়ে কোনো বৃষ্টি হয়নি। ছিল না বাতাসও।এ থেকে বলা যায়, বৃষ্টি হলেও তা রাজধানীর কয়েকটি এলাকায় হয়েছে; সব এলাকায় নয়। তবে মধ্যরাতে তেজগাঁওসহ অনেক এলাকায়ই বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তেজগাঁওয়ে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও ছিল।এর আগে সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় দমকা বাতাসে রাস্তার ময়লা-আবর্জনা উড়তে দেখা যায়। ধুলার কারণে বাইরে থাকা লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। এর পর অল্প সময়ের বৃষ্টি শুরু হয়। তবে পথঘাট তেমন ভেজেনি। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায়ও হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে।এর আগে সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বাতাসসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।