আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’বাণিজ্যমেলার উদ্বোধন আজঢাকায় শীত নিয়ে দুঃসংবাদ৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্টশীত বাড়বে কাল থেকে, চারে নামতে পারে তাপমাত্রা
No icon

ঢাকায় শীত নিয়ে দুঃসংবাদ

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় হিম বাতাস ও ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে এই শহরে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে।তবে ঘন কুয়াশার পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি পশ্চিম /উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।এ ছাড়া ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।