নির্বাচন উপলক্ষ্যে ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারিপ্রবাসী ভোটে বদলাতে পারে সমীকরণঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯৩ শতাংশ ফেলঢাকায় কুয়াশা নিয়ে নতুন তথ্যনির্বাচনকালীন সরকারে অনভিজ্ঞ মাঠপ্রশাসন
No icon

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। মঙ্গলবার সকাল ১০টা ৬ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুর গুণমান সূচক অনুযায়ী, শীর্ষে ওঠে আসা দিল্লির বায়ুর মান ৩০৩, যা দুর্যোগপূর্ণ মানদণ্ডে পড়ে।এ ছাড়া ২৮৩ স্কোরে দ্বিতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো। তৃতীয় স্থানে থাকা ঢাকার স্কোর ২৩৬, ভিয়েতনামের হ্যানয় ২২১ স্কোরে চতুর্থ অবস্থানে ওঠে এসেছে। এ ছাড়া ২১৯ স্কোরে পঞ্চম অবস্থানে ওঠে এসেছে সেনেগালের ডাকার।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।