এবার বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা৬ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রাশৈত্যপ্রবাহ বইছে ২৪ জেলায়, সপ্তাহ জুড়ে থাকবে শীতের দাপটনির্বাচন ঘিরে তৎপর বিদেশিরাখালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়ক
No icon

ভোটের বাকি ৩৫ দিন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে সাত দিনের জন্য। সে অনুযায়ী ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। এদিকে সংসদ নির্বাচনে মাঠে রয়েছেন ১ হাজার ৮৪২ জন বৈধ প্রার্থী। আর মনোনয়নপত্র ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যেতে ইসির কাছে আপিল করেছেন ২৯৫ জন প্রার্থী।এ আপিল চলবে আগামীকাল পর্যন্ত। আপিল নিষ্পত্তির কাজ চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।মূলত প্রার্থী চূড়ান্ত হওয়ার পরই জমবে নির্বাচনি লড়াই। ভোটের আর মাত্র ৩৫ দিন বাকি থাকলেও সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে রাজনৈতিক দলগুলো। আগাম প্রচার-প্রচারণার অভিযোগও করছেন অনেক প্রার্থী। তবে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করাও হচ্ছে। নির্বাচন কমিশন ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এখন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের কাজ চলছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে পৌনে ১৩ কোটি ভোটার রয়েছেন। সারা দেশে কেন্দ্র থাকছে ৪২ হাজার ৭৬৬টি; এর মধ্যে ভোটকক্ষ থাকছে ২ লাখ ৪৫ হাজার ১৯৫টি। এবার সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটাররা দুটি ব্যালট পেপার পাবেন। প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং চালু হয়েছে; পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশে ও প্রবাসে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন রয়েছেন।ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট ৮৩ জনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন চিঠি পাঠিয়েছেন বলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন।জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলসংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৩১টি আবেদন জমা পড়েছে। এ নিয়ে তিন দিনে মোট আপিল আবেদন দাঁড়িয়েছে ২৯৫টি। গতকাল আবেদন গ্রহণসংক্রান্ত ইসির কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন ইসিতে ১৩১টি আবেদন জমা পড়েছে। তিন দিনের আপিলে মোট ২৯৫ আবেদন পড়েছে। এর মধ্যে রয়েছে রংপুর অঞ্চলে ৯, রাজশাহী অঞ্চলে ১৫, খুলনা অঞ্চলে ১১, বরিশাল অঞ্চলে ৯, ময়মনসিংহ অঞ্চলে ১৬, ঢাকা অঞ্চলে ৩১, ফরিদপুর অঞ্চলে ৭, সিলেট অঞ্চলে ৪, কুমিল্লা অঞ্চলে ১৯ এবং চট্টগ্রাম অঞ্চলে ১০টি। উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন। ইসি জানিয়েছে, গতকাল ১০ অঞ্চলে ১৩১টি আবেদন পড়েছে।তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে সাত দিনের জন্য। ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকছে। বুধবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, ভোটের চার দিন আগে, ভোটের দিন ও ভোটের পরের দুই দিন ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। পরিপত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, কোস্টগার্ড নিয়োগ করা এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ার -এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।