বিচারকদের প্রেষণে বদলি ও পদায়নে শৃঙ্খলা আসছেইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহতকাতার গেলেন সেনাপ্রধানঢাকার তাপমাত্রা সম্পর্কে যা জানাল আবহাওয়া অফিসআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ
No icon

আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মল্লিকপুরে বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকায়।বিএসএফের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে একদল পাচারকারী। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ জাওয়ানরা পাচারকারীদের বাধা দিলে তারা হামলার শিকার হন। আত্মরক্ষার্থে গুলি চালালে একজন বাংলাদেশি নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।দক্ষিণ দিনাজপুর পুলিশ ও বিএসএফ সূত্রে জানানো গেছে, নিহত বাংলাদেশির কোনো নাম-পরিচয় জানা যায়নি। শনিবার পুলিশ মরদেদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শনিবার থেকে ২৪ ঘণ্টার বেশি মরদেহ হাসপাতালের মর্গেই রাখা হয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।