বিচারকদের প্রেষণে বদলি ও পদায়নে শৃঙ্খলা আসছেইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহতকাতার গেলেন সেনাপ্রধানঢাকার তাপমাত্রা সম্পর্কে যা জানাল আবহাওয়া অফিসআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ
No icon

আমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন

তীব্র বর্ষণের ফলে তলিয়ে গিয়েছিলো সংযুক্ত আরব আমিরাতের অনেক এলাকা। আর তাতেই রাস্তাঘাট পরিণত হয় নদীতে। অনেক গাড়িই তলিয়ে যায় রাস্তার মাঝখানেই কিংবা পার্কি করা অবস্থায়।এই ঘটনায় আমিরাতে অবস্থান করা তিন ফিলিপাইনি অভিবাসী কর্মী মারা গেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।ফিলিপাইনের কনস্যুলেট জেনারেল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয় এদের একজন মারা গেছে দুবাইতে আর বাকি দু জন শারজাহতে।এক এক্স পোস্টে হ্যান্স লিও ক্যাকডাক নামের ফিলিপাইনের অভিবাসী ওয়ার্কার দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বন্যার সময় দুজন গাড়িতে দম বন্ধ অবস্থায় মারা যান। আর একজন মারা গেছেন সড়ক দুর্ঘটনায়।তবে সেই শ্রমিকদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি ফিলিপাইন কর্তৃপক্ষ।