খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক প্রকাশতীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবনটেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, নতুন চার দাবিঅন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার কাজ সম্পন্ন হবে: জাহাঙ্গীর আলম চৌধুরী
No icon

দাজ্জালের নিদর্শনাবলি


ইবনে উমার রা: থেকে বর্ণিত- রাসূলুল্লøাহ সা: লোকদের সামনে দাজ্জাল সংক্রান্ত আলোচনা করে বললেন, ‘নিশ্চয় আল্লাহ কানা নন। সাবধান! মসিহ দাজ্জালের ডান চোখ কানা এবং তার চোখটি যেন (গুচ্ছ থেকে) ভেসে ওঠা আঙ্গুর।’ (অর্থাৎ অন্য চোখটির তুলনায় এ চোখটি বাইরে বেরিয়ে থাকবে)
রিয়াদুস সালেহিন-১২/১৮২৮ বুখারি-১৩৫৫, মুসলিম-১৬৯, আহমাদ-৪৭২৯