বিচারকদের প্রেষণে বদলি ও পদায়নে শৃঙ্খলা আসছেইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহতকাতার গেলেন সেনাপ্রধানঢাকার তাপমাত্রা সম্পর্কে যা জানাল আবহাওয়া অফিসআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ
No icon

ভিসার জন্য আমেরিকান দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার আমেরিকান দূতাবাসে যাচ্ছেন। আজ বেলা সোয়া দুইটার দিকে তিনি আমেরিকান দূতাবাসের উদ্দেশে বাসা থেকে রওয়ানা দেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসউদ্দিন দিদার জানিয়েছেন। 

বিএনপি সূত্র জানায়, আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য ডিসেম্বরে যুক্তরাজ্য ও তারপর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। এদিকে আজ দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত।