শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হলেন এ টি এম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। আজ বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়।

অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত জানায়, ‘জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সস্ত্রীক পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে ৭ মে দুপুর পৌনে ১টার দিকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্জ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ।’

জামায়াত আরও জানায়, ‘এই সময়ের জন্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।’