সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাসচলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপিরশিশুখাদ্যে শতভাগ এলসি মার্জিন নেওয়া যাবে নাসাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিরা না এলে পত্রিকায় বিজ্ঞপ্তিপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
No icon

রিশাদের ঘূর্ণিতে বড় জয় বাংলাদেশের

উইকেটে সেট হলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি নাজমুল শান্ত, তাওহীদ হৃদয় কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন। টেনেটুনে ২০৭ রান তুলে দুই বল থাকতে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে ধসিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। দলকে ৭৪ রানের বড় জয় এনে দিয়েছেন।ক্যারিবীয়দের ধসিয়ে দিতে লেগ স্পিনার রিশাদ ৯ ওভারে ৩৫ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন। দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে যা তৃতীয় সেরা বোলিং ফিগার। এর আগে মাশরাফি ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে এবং রুবেল হোসেন ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ করে রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। চতুর্থ সেরা মুস্তাফিজুর রহমান ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৪৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট।শনিবার মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারায়। চাপে পড়া দলকে ৭১ রানের জুটিতে উদ্ধার করলেও শান্ত ও হৃদয় ধীর গতির ব্যাটিং করেন। তিনে নামা শান্ত ৬৩ বলে দুই চারের শটে ৩২ রান করে আউট হন। দলকে ভরসা দেওয়া হৃদয় ৯০ বলে ৫১ রান করেন। তার ব্যাট থেকে তিনটি চারের শট আসে।

অভিষিক্ত অঙ্কন ৭৬ বলে তিনটি চারের শটে ৪৬ রান করেন। নুরুল হাসান সোহান (১০ বলে ৯) ক্রিজে এসেই আউট হলে দুইশ রানের আগে আটকে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ওই শঙ্কা দূরে করেন। ইনিংসের প্রথম দুটি ছক্কা মারেন লেগ স্পিনার রিশাদ। তিনি ১৩ বলে তিন বাউন্ডারিতে ২৬ রান করেন। তানভীর এক ছক্কায় ৯ রান করেন।জবাবে নেমে ৫১ রানের ওপেনিং জুটি পায় ওয়েস্ট ইন্ডিজ। ১২তম ওভারে প্রথম আক্রমণে এসে ব্রেক থ্রু দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ক্যারিবীয়দের ৯২ রানে ৫ উইকেট নিয়েও ইনিংসের কোমর ভেঙে দেন তিনি। একে একে সাজঘরে ফেরান টপ অর্ডারের আলিস আথানজে (২৭), কেসি কার্টি (৯) ও ব্রেন্ডন কিংকে। ওপেনার কিং ৬০ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪৪ রান করেন। এরপর রিশাদ শেরফান রাদারফোর্ড (০) এবং রোস্টন চেজকে (৬) তুলে নেন।পরে গুড়াকেশ মোতিকে (৩) সাজঘরে পাঠান মেহেদী মিরাজ। অধিনায়ক শেই হোপ ৩২ বলে ১৫ রান করে স্পিনার তানভীর ইসলামের বলে ফিরে যান। মুস্তাফিজ তুলে নেন রোমারিও শেইফার্ড (১) ও জাস্টিন গ্রেভসকে (১২)। শেষ ব্যাটার জাইডেন সিলসকে আউট করেন রিশাদ। ম্যাচ সেরা হয়েছেন তিনি।এর আগে ২৯৮ বলের ইনিংসে ১৮৩টি ডট দেওয়া বাংলাদেশের ৩ উইকেট তুলে নেন সিলস। তিনি ৭ ওভারে ৪৮ রান দেন। পার্ট টাইম স্পিনার জাস্টিন গ্রেভস ৫ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। স্পিনার রোস্টন চেক ১০ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।