কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরাখালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে তানজিদ হাসানআইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপিড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ব্যাপক আস্থা: আইআরআই জরিপ
No icon

৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে তানজিদ হাসান

চট্টগ্রামে আজ আয়ারল্যান্ডের আউট হওয়া শেষ পাঁচ ব্যাটসম্যানই ক্যাচ দিয়েছেন তানজিদ হাসানকে। আর তাতেই বিশ্ব রেকর্ড হয়ে গেছে। টেস্ট খেলুড়ে দেশের প্রথম ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৫টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের এই ওপেনার। বিশ্ব রেকর্ডও এটি, সেই রেকর্ডে তানজিদের সঙ্গী আছেন আরও দুজন। এদের একজন মালদ্বীপের ওয়াদাগে মালিন্দা, আরেকজন সুইডেনের সেদিক সাহাক।

২০২৩ সালে কাতারের দোহায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে কাতারের বিপক্ষে ৫টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। গত সেপ্টেম্বরে আইল অব ম্যান সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫টি ক্যাচ নেন সাহাক।