প্রতীক বরাদ্দ বুধবার, প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে৩২৫ নির্বাচনী কেন্দ্রে বিদ্যুৎ নেইনতুন বেতন-ভাতায় ৮০ হাজার কোটি টাকা বাড়তি খরচ আরও ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র‘নতুন বাংলাদেশ’ গড়তে ৩১ দফা রূপরেখা জামায়াতের
No icon

সবার আগে ফাইনালে চট্টগ্রাম

দুপুরের এলিমিনেটর ম্যাচ শেষে উইকেট নিয়ে স্পষ্ট অসন্তুষ্টি শোনা গিয়েছিল রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। তবে সন্ধ্যার প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও মিরপুরের উইকেটের দায়মুক্তি মেলেনি। আরো একটি লো-স্কোরিং ম্যাচই দেখতে হয়েছে দর্শকদের। তবে দিনের প্রথম ম্যাচটিতে উত্তেজনার পারদ আকাশ ছুঁয়ে গেলেও, দ্বিতীয়টিতে তিন বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম রয়ালস।