ঐকমত্য কমিশনের সভা বর্জন করেছে বাম দলগুলোচট্টগ্রামে মৃদু ভূমিকম্প, আতঙ্কে বাইরে ছুটে আসেন অনেকেকঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশগমনপিআর পদ্ধতিতে মনোনীত হবেন সংসদের উচ্চকক্ষ সদস্যঢাকাসহ ১২ জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা
No icon

রাজধানীতে ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস

পবিত্র ঈদুল আজহার দিন দুপুরের পর রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে এতে ভ্যাপসা গরমের তীব্র কষ্ট কমার সম্ভাবনা নেই। ঈদের পরের দিনও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, আগামী তিন-চার দিন, অর্থাৎ ঈদের দিন থেকে শুরু করে তার পরের দুই দিনও একই ধরনের ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে। তবে সামনের কয়েক দিনে বৃষ্টিও বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে ঈদের দিন সকাল থেকে নামতে পারে বৃষ্টি। দিনভর তা চলতে পারে। আর খুলনাসহ আশপাশের জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।