ঘটনাবহুল ৭ নভেম্বর আজ, বিএনপির নানা আয়োজনপ্রাথমিকে শিক্ষক পদে আবেদন শুরু ৮ নভেম্বরনির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারিবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তাভাতা বাড়ল সরকারি কর্মকর্তা-কর্মচারীর
No icon

১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আজ শুক্রবার নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।তিনি বলেন, শনিবার সকাল ৯টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষিরা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে ওইসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।তিনি আরও জানান, এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।