এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত সরকারশেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে নাপুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডসরকারি চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত অধ্যাদেশের সংশোধিত গেজেট প্রকাশ
No icon

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা পর্যন্ত এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও সতর্কতা জারি রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ওপর বায়ুচাপের পার্থক্য তৈরি হওয়ায় উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।সাথে, সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।