
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গুমসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ জন্য কর্মরত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা এখন দেশজুড়ে অন্যতম আলোচনার বিষয়। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল (বেসামরিক) আদালতে বিচারের সম্মুখীন করার ঘটনা বিরল।এ বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। কিন্তু বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের গুজব, আলাপ-আলোচনা জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।যদিও সেনাবাহিনী থেকে গত শনিবার কিছু প্রশ্ন রেখে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে আমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকব। বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত দেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেনাপ্রধানকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমরা জাস্টিসের পক্ষে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ।
জানিয়ে দেওয়া হয়েছে. গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে স্বতঃপ্রণোদিত হয়ে এসব কর্মকর্তাকে হেফাজতে আসার জন্য আদেশ দিয়ে দেয়। যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাঁদের ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলা হয়েছিল, ১৫ জন এসে হেফাজতে রয়েছেন। একজন অনুপস্থিত। আইন অনুযায়ী তাঁকে ইলিগ্যাল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে।তার পরও জনপরিসরে সামনে নির্বাচন রেখে সেনা সদস্যদের মনোবলে প্রভাব পড়াসহ বিচারিক প্রক্রিয়ার আরো কিছু বিষয় নিয়ে নানামুখী আলোচনা চলমান।এ বিষয়ে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা কালের কণ্ঠকে এই মর্মে বলেন, কেউ অপরাধ করে থাকলে আইন অনুসারের তাঁর বিচার হবে। বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁর শাস্তি হবে। কিন্তু লক্ষ করা যাচ্ছে, যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তাতে বিচারের আগেই শাস্তির ঘটনা ঘটে যাচ্ছে। কয়েকজন অভিযুক্ত সেনা কর্মকর্তার জন্য সেনাবাহিনীকেই এক ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে।অথচ অভিযুক্তরা ঘটনার সময় কেউ সেনাবাহিনীতেই কর্মরত ছিলেন না। র;্যাব ও ডিজিএফআইএসব সংস্থায় পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহেদুর রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের সেটি সশস্ত্র বাহিনী হোক, বিচার বিভাগ হোক বা প্রশাসন বিভাগই হোক, সবার নিজস্ব মর্যাদা আছে, দেশের জন্য দশের জন্য ভূমিকা আছে। আমরা যখন সেই প্রতিষ্ঠানের কোনো সদস্যের কৃতকর্মের জন্য ঢালাওভাবে সেই প্রতিষ্ঠানকে দোষারোপ করি, অথবা তার ইমেজকে সংকটে ফেলে দিই, তখন সেই প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। সেই প্রতিষ্ঠানের সদস্যদের কর্মস্পৃহা, উদ্দীপনা হ্রাস পায়। আমরা বর্তমান যে ঘটনা দেখছি, সশস্ত্র বাহিনীর যেসব সদস্য গুম বা এসংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে, তাঁরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় এসেছেন। এটা স্বাভাবিক। আসতেই হবে। কেউ তাঁর কৃত অপরাধের জন্য দায়মুক্তি পেতে পারেন না।সেটি আইনের বরখেলাপ হবে। দেশের মানুষের প্রতি অন্যায় করা হবে। অবশ্যই তাঁরা অপরাধ করে থাকলে তাঁদের বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে আমি স্বাগত জানাই। আমি নিশ্চিত, সশস্ত্র বাহিনীও এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছে। সশস্ত্র বাহিনীও এ বিষয়ে একটি প্রসেসের মধ্য দিয়েই যাচ্ছে, যাতে সুষ্ঠুভাবে তাঁদের বিচারের সামনে দাঁড় করানো যায়। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আমরা যদি সশস্ত্র বাহিনীকেই কালিমা লিপ্ত করি, তাহলে দেশের জন্য সশস্ত্র বাহিনীর যে অবদান সেটিকে প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছি। এ ক্ষেত্রে আমার পর্যবেক্ষণ, আমরা ব্যক্তিকে দোষারোপ করব বাহিনীকে নয় বা প্রতিষ্ঠানকে নয়। কিছু গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের বক্তব্য শুনেছি। এতে দুঃখজনক প্রবণতা লক্ষ করা গেছে। আমি ৩৪ বছর সশস্ত্র বাহিনীতে ছিলাম। কেউ অপরাধ করে থাকলে তাঁকেই এর দায় নিতে হবে। আমি অপরাধ করলে আমি কি বলব আমার প্রতিষ্ঠান এটা আমাকে শিখিয়েছে। অবশ্যই শেখায়নি। লোভে হোক, রাজনৈতিক চাপে হোক, আমি লেজুড়বৃত্তি করে থাকলে আমার বিচার হবে। আমার প্রশিক্ষণ, প্রণোদনায় ভুল ছিল না। বাহিনী আমাকে অপরাধ করতে শিখিয়ে দেয়নি। আমি আমার প্রতিষ্ঠানের শেখানো মন্ত্রের বাইরে গিয়ে কাজ করে থাকলে তার দায় আমাকেই নিতে হবে। আমরা যেন চেষ্টা করি, শুধু সশস্ত্র বাহিনী নয়, যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা দেশের কাজে ওতপ্রোতভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে যেন দোষারোপ না করি।