এবার বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা৬ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রাশৈত্যপ্রবাহ বইছে ২৪ জেলায়, সপ্তাহ জুড়ে থাকবে শীতের দাপটনির্বাচন ঘিরে তৎপর বিদেশিরাখালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়ক
No icon

জকসুতে ভিপি-জিএসসহ ২১ পদের ১৬টিতে জয় পেল শিবির সমর্থিত প্যানেল

প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএস প্রার্থীসহ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের ১৬টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা। আর ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান থেকে পাঁচটি পদে জয়ী হয়েছেন, আর সদস্য পদে একজন ও স্বতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন।তবে প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণার সময় সদস্য পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ইমরান হোসেন ইমনকে ভুলবশত বিজয়ী ঘোষণা করেন। মেহেদী হাসান তৃতীয় সর্বোচ্চ ভোট পান। পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।এর আগে বুধবার রাত ১টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান।কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে শিবিরসমর্থিত প্যানেলের মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলসমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। অপরদিকে, ছাত্রদল প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।

এজিএস পদে শিবিরসমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক মো. নূর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোসা. সুখীমন খাতুন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য ও পরিবহন সম্পাদক নূর মোহাম্মদ, সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া ও ক্রিয়া সম্পাদক জরসিজ আনোয়ার নাঈম।ছাত্রদলের প্যানেল থেকে পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াস আল রাকিব, পরিবহন সম্পাদক পদে পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ জয়ী হয়েছেন।শিবির সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে ফাতেমা আক্তার, আকিব হাসান, মেহেদী হাসান, শান্তা আক্তার, মো. আব্দুল্লাহ আল ফারুক জয় পান।ছাত্রদলের প্যানেল থেকে সদস্য পদে জয়ী হয়েছেন মো. সাদমান আমিন ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান জয়ী হয়েছেন।এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হলে যান্ত্রিক জটিলতা দেখা দেয়। ফলে প্রায় ৫ ঘণ্টা ভোট গণনা বন্ধ রেখে মধ্যরাত ১২টার পর ভোট গণনার কাজ শুরু হয়। উপাচার্য, ছাত্র সংগঠনসমূহ ও নির্বাচন কমিশনারদের যৌথ সভায় প্রথমে ম্যানুয়ালি এবং পরবর্তী মেশিনে সব ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত একটি কেন্দ্রের ভোট গণনা করা হয়। ফলাফল প্রকাশ করা শুরু হয় সকাল সাড়ে ৮টা থেকে। প্রথমে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগের ফল ঘোষণা করা হয়। সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।