২০২৬ সাল থেকেই নতুন বেতন স্কেলে বেতন-ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরাবাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি, কমছে ডিমের দামওকক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানেএনসিপি নেতা নাসীরুদ্দীন বললেন, পদত্যাগ করিনি
No icon

জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরস্থ জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে ‘মাদক কারবারি’ পিচ্চি রাজাসহ ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পর এই অভিযান চালানো হয়।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে। জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পর এই অভিযান চালানো হয়।