২০২৬ সাল থেকেই নতুন বেতন স্কেলে বেতন-ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরাবাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি, কমছে ডিমের দামওকক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানেএনসিপি নেতা নাসীরুদ্দীন বললেন, পদত্যাগ করিনি
No icon

খুলনার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান গ্রেপ্তার

সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৬ ও র‍্যাব-৮–এর একটি যৌথ দল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন রশীদুজ্জামান। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পদটি হারান। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক আইনের তিন মামলায় এজাহারভুক্ত আসামি রশীদুজ্জামান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।