ব্যাংক আলফালাহর ব্যবসা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়াআজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবাথাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীআনাড়ি হাতে ২০ টন ট্রাক, ফের সড়কে ঝরল ১৪ প্রাণইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র
No icon

সংকট উত্তরণে সঠিক পথে বাংলাদেশ: আতিউর রহমান

অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার সঠিক পথে আছে বাংলাদেশ। এমনটি মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পদ ব্যবহারে বিচক্ষণ হতে হবে। পাশাপাশি উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।শনিবার আইসিএসবি আয়োজিত কভিড-পরবর্তী প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক এক সেমিনারে এমন মত দেন ড. আতিউর রহমান।রাজধানীর আগারগাঁওয়ের বিডা কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।