
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ড্র আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়েছে, সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে এই ড্র অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে, প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে— ১টি প্রথম পুরস্কার: ৬ লাখ টাকা, ১টি দ্বিতীয় পুরস্কার: ৩ লাখ ২৫ হাজার টাকা, ২টি তৃতীয় পুরস্কার: ১ লাখ টাকা করে, ২টি চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা করে, ৪০টি পঞ্চম পুরস্কার: ১০ হাজার টাকা করে।
ড্র-এর ফলাফল আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।