দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকাপাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ, সতর্ক ইসলামবাদকরিডোরের জন্য দু’দেশের সম্মতি লাগবে: জাতিসংঘ মহান মে দিবস আজআমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য : ড. সালেহউদ্দিন আহমেদ
No icon

আমার জীবনে আর কখনো প্রেম আসবে না : পরীমনি

প্রাক্তন স্বামী ও চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গত বছর বিচ্ছেদ হয় পরীমনির। তার জীবনে আর কখনো প্রেম আসবে না বলে মনে করেন আলোচিত এ নায়িকা। সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরীমনি। তিনি বলেন, আমার জীবনে আর কখনো প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেয়ার কোনো ঝুট ঝামেলা পোহাতে হয় না। তবে আমার খাঁটি প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি পদ্মর আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন শরিফুল রাজ সন্তানের কোনো খোঁজ রাখেন না। তিনি বলেন, খোঁজ রাখার দরকারও নেই। কারণ আমি আমার সন্তানের জন্য যথেষ্ট। তবে এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার বাধে। আমি মনেই করতে চাই না এ চ্যাপ্টার। আমি আমার পদ্মকে নিয়ে ভালো থাকতে চাই। পরীমনি এখন কাজ নিয়ে ভীষণ সিরিয়াস বলেও জানান এ সাক্ষাৎকারে। তিনি বলেন, আমি এখন অনেক পরিণত। আমার পৃথিবী এখন পদ্ম ও কাজকে ঘিরে। সামনে অনেক ভালো কাজ আসবে। সামনে কলকাতায়ও কাজ করবো। কথাবার্তা হয়ে গেছে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে দ্রুত। পরীমনি বর্তমানে ‘ডোডোর গল্প’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিতে তার নায়ক সাইমন সাদিক। নাজমুল হক ভুঁইয়ার প্রযোজনায় সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনা করছেন রেজা ঘটক। আর চারদিন শুটিং হলেই ছবির কাজ শেষ হবে বলে জানিয়েছেন পরীমনি। এর বাইরে কমপক্ষে আরও হাফডজন ছবির কাজ রয়েছে এ নায়িকার হাতে। চলতি বছর এ কাজগুলো নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। এদিকে সিনেমার বাইরে গত কিছুদিনে বেশ কয়েকটি ব্র্যান্ডেরও শুভেচ্ছাদূত হয়েছেন পরীমনি। সবশেষ গত মাসে ভালোবাসা দিবস উপলক্ষে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকি’ মুক্তি পেয়েছে বঙ্গবিডিতে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো পরীমনি অভিনয়?করেছেন এবিএম সুমনের বিপরীতে।