আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিগাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, তীব্র অপুষ্টিতে ভুগছেন গর্ভবতী নারী ও শিশুরাযুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও
No icon

ঈদের নতুন একটি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা

ঈদের নতুন একটি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। নাম ‘হৃদয় জুড়ে তুমি’। সিএমভি’র ব্যানারে বিশেষ নাটকের চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী আর নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। নির্মাতা জানান, এটা মূলত প্রেমের একটি গল্প। প্রেমিকার জন্য একজন প্রেমিক কী কী করতে পারে, সেই নজিরও থাকছে এতে। থাকছে প্রেমিক বনাম সন্ত্রাসী হবু স্বামীর মধ্যে অন্যরকম লড়াই। এতে তিশা অভিনয় করেছেন মুশফিক আর ফারহানের বিপরীতে। ‘হৃদয় জুড়ে তুমি’ উন্মুক্ত হতে যাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।