আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিগাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, তীব্র অপুষ্টিতে ভুগছেন গর্ভবতী নারী ও শিশুরাযুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও
No icon

পিয়া চক্রবর্তীর আবার অন্যরকম শনিবার

ভারতে শনিবার রাতে কেউ পার্টি করতে ভালোবাসেন, কেউ চুটিয়ে আড্ডা দিতে। কারও আবার সুস্বাদু খাবার চাই। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর শনিবার আবার অন্যরকম। গানে গানেই কাটে তাদের এ দিন। গত শনিবারও গিটার হাতে বসে পড়েছিলেন পরমব্রত। পাশে ছিলেন পিয়া। স্বামীর গিটারের সুরে সুর মিলিয়েই গান ধরেন পিয়া। আমি কান পেতে রই এই গানেই মুগ্ধ করলেন তিনি। ভিডিও শেয়ার করে পরমব্রত লিখলেন, ঠিক এমনই আমাদের শনিবারের রাত।