আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিগাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, তীব্র অপুষ্টিতে ভুগছেন গর্ভবতী নারী ও শিশুরাযুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারকো রুবিও
No icon

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

আসছে ঈদকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। অনেকটাই  সিনেমার আদলে তৈরি একটি গানচিত্রের শুটিংও শেষ করেছেন তিনি । গানটির নাম  ‘ভালোবাসি বলে যাও’। এর কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত করেছেন ইমরান। এতে ইমরানের সহশিল্পী মারুফা তিশা। এ গায়ক বলেন, গানটি হচ্ছে সুপার সিনেমেটিক কমার্শিয়াল গান। সুন্দর সুন্দর জায়গায় গানটির শুটিং হয়েছে । আশা করছি গানটি সবার ভালো লাগবে এবং আমিও গানটি নিয়ে অনেক আশাবাদী। সৈকত রেজার নির্মাণে গানটিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন মারিয়া শান্ত। ইমরান জানান, ঈদ উপলক্ষে  খুব শিগগিরই গানটি প্রকাশ পাবে ইমরানের ইউটিউব চ্যানেলে। এ ছাড়াও ঈদুল ফিতরে এটিএন বাংলায় গানের একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে এ গায়ককে। অনুষ্ঠানটির  নাম ‘ইমরান শো-বকুলে চন্দনে, গানের বন্ধনে’। এর বাইরে এবারের ঈদ ইত্যাদিতেও দেখা মিলবে ইমরানের। এর বাইরে বেশ কয়েকটি ঈদ নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন ইমরান। তাকে পাওয়া যাবে ঈদের সিনেমার গানেও।