৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে নভেম্বরের প্রথম সপ্তাহেঢাকাসহ তিন বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতাপ্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক আজএক এনআইডিতে ১০টির বেশি সিম ব্যবহার করা যাবে নাআজ থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা
No icon

সাবেক এমপি জাফর আলম ধানমন্ডি থেকে গ্রেফতার

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেফতার করা হয়েছে। আজ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।