বিচারকদের প্রেষণে বদলি ও পদায়নে শৃঙ্খলা আসছেইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহতকাতার গেলেন সেনাপ্রধানঢাকার তাপমাত্রা সম্পর্কে যা জানাল আবহাওয়া অফিসআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ
No icon

ঈদে ২ দিন বন্ধ থাকবে মেট্রো রেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রো রেল চলাচল দুই দিন বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। আর শুক্রবার মেট্রো রেলের সাপ্তাহিক ছুটি। ফলে এই দুই দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে।ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ঈদের দিন মেট্রো রেল বন্ধ থাকবে এটা আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন।এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রো রেল।রমজানের প্রথমার্ধে প্রতিদিন গড়ে মেট্রো রেলে দুই লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রমজানের আগে সংখ্যাটা ছিল দুই লাখ ৯৫ হাজারের মতো।