ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছেসিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০শীত নিয়ে নতুন বার্তাজরুরি বৈঠকে জামায়াতনির্বাচনী সফর’ শুরু করছেন জামায়াতের আমির, যাচ্ছেন উত্তরবঙ্গে
No icon

শীত নিয়ে নতুন বার্তা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শীতের কুয়াশা নিয়েও তথ্য দিয়েছে সংস্থাটি।আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া ভোর বেলায় হালকা হতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।