ডেঙ্গুতে সারা দেশে চলতি বছর ঝরতে পারে ৪০ হাজার প্রাণ থাইল্যান্ডে ছয় দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রীহিট অ্যালার্টেও স্কুল, নগণ্য উপস্থিতির অনেকে অসুস্থদুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে : রুহুল কবির রিজভীবাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পিঁয়াজ রপ্তানি করবে ভারত
No icon

সমঝোতার অপেক্ষা বাড়ল

দ্বাদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি আওয়ামী লীগ। গতকাল সোমবার গণভবনে পৌনে চার ঘণ্টা ধরে বৈঠক চললেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি জোটের নেতারা। এ অবস্থায় সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে।বৈঠক শুরু হয় সন্ধ্যায় ৬টার দিকে; চলে রাত পৌনে ১০টা পর্যন্ত। বৈঠকে অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বিষয়ে ফের অঙ্গীকার ব্যক্ত করে ক্ষমতাসীন জোট চৌদ্দ দল । দীর্ঘ বৈঠকে জোটের শরিকরা বক্তব্য দেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুরুতে এবং সবার বক্তব্য শেষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, পুরো সময় চাওয়া-পাওয়া এবং আগামীতে করণীয় বিষয়ে আলোচনা হয়। শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভা-ারী, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান,

গণতান্ত্রিক মজদুর পার্টি সভাপতি জাকির হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শহীদুল্লাহ শিকদার ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।এদিকে বৈঠক চলাকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, চৌদ্দ দলের বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তখন অনেকেই ধারণা করেন, আসন ভাগাভাগির বিষয়টি জানানো হবে। আওয়ামী লীগের কৌতূহলী অনেক নেতা ধানমন্ডিতে জড়োও হন।কিন্তু পরে জানানো হয়, মঙ্গলবার (আজ) দুপুর ১২টায় ওবায়দুল কাদের বক্তব্য দেবেন। যদিও এর মধ্যে আসন ভাগাভাগির চূড়ান্ত বিষয় আসার সম্ভাবনা নেই বলে মনে করেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা। তাদের ভাষ্য, বৈঠকে ইতোমধ্যে সমঝোতার বিষয়ে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সমঝোতার জন্য ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে সঙ্গে রাখতে শেখ হাসিনার কাছে অনুরোধ জানান আমির হোসেন আমু। এ সময় শেখ হাসিনাকে দ্বিমত পোষণ করতে দেখা যায়নি বলে জানান জোটের এক নেতা।বৈঠকে জোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু জোটের অনিবার্যতা তুলে ধরে সমঝোতার কথা বলেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া শেখ হাসিনার কাছে সংসদ সদস্য হওয়ার আকাক্সক্ষার কথা ব্যক্ত করেন।