ডেঙ্গুতে সারা দেশে চলতি বছর ঝরতে পারে ৪০ হাজার প্রাণ থাইল্যান্ডে ছয় দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রীহিট অ্যালার্টেও স্কুল, নগণ্য উপস্থিতির অনেকে অসুস্থদুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে : রুহুল কবির রিজভীবাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পিঁয়াজ রপ্তানি করবে ভারত
No icon

সংসদ নির্বাচন: আপিল শুনানির দ্বিতীয় দিন আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিন আজ সোমবার।এর আগে সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পর যাচাই-বাছাইয়ে বাদ পড়া ৫৬১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। তার মধ্যে শুনানির প্রথম দিন রোববার নির্বাচন ভবনে ৯৪টি আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আপিলে প্রায় ৬০ শতাংশ প্রার্থিতা ফিরে পেয়েছেন।এদিন ৫৬ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়। এর ফলে তারা বৈধ প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। ৩২টি আপিল নামঞ্জুর এবং ছয়টির সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।জানা গেছে, প্রার্থিতা ফিরে পাওয়া ৫৬ জনের মধ্যে ৩৩ জন স্বতন্ত্র প্রার্থী। তাদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে নির্বাচনে লড়বেন। বাকি ২৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী।ইসির তথ্য অনুযায়ী, পাঁচ দিনে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। বোরবার (১০ ডিসেম্বর) থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে কমিশন সিদ্ধান্ত দেবে। শেষ দিনে ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে। কোন দলের কতটি আবেদন পড়েছে তা পরে জানা যাবে।