অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। একটি বিশেষ ফ্লাইটে আরও অর্ধশত ভারতীয়কে ফেরত পাঠিয়েছে দেশটি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গণমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে প্রবেশ করা ৫৪ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এদের সবাই হরিয়ানা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। গতকাল রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান। পুলিশ জানিয়েছে, এই যুবকরা তথাকথিত ‘ডনকি রুট’ তথা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।