গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৫ জন নিহতফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘরাজনৈতিক প্রভাব কমাতে ক্ষমতা পাচ্ছে এনটিআরসিএআফগানিস্তানে বাড়ছে লাশের মিছিলনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
No icon

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক

চান্দিনায় মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কুমিল্লার একটি আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। 

আজ সোমবার দুপুর ১২টার দি‌কে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতে তারা হাজির হন। আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ সংক্রান্ত একটি মামলার চার্জগঠন করলে শুনানিতে তারা উপস্থিত হন।

বিবাদীপক্ষের আইনজীবী জ‌সিম উদ্দিন চৌধুরী জানান, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের অয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় ছয় জনকে আসামি করা হয়। আজ এই মামলার চার্জগঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন।

আইনজীবী আরও জানান, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে বিচারকের কাছে দাবি করেছেন মাওলানা মামুনুল হক। একইসঙ্গে তারা নির্দোষ বলেও জানিয়েছেন। পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।