গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৫ জন নিহতফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘরাজনৈতিক প্রভাব কমাতে ক্ষমতা পাচ্ছে এনটিআরসিএআফগানিস্তানে বাড়ছে লাশের মিছিলনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
No icon

লাগামহীন নিত্যপণ্যের দাম, দিশেহারা সাধারণ মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে দিশাহারা সাধারণ মানুষ। কোনোভাবেই মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়াকে থামানো যাচ্ছে না। আয় না বাড়লেও লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জন্য টিকে থাকাই দায় হয়ে পড়েছে।মধ্যবিত্ত শ্রেণি নীরবে চাপ সহ্য করলেও নিম্ন আয়ের মানুষ পড়েছেন আরও করুণ পরিস্থিতিতে। জীবনযুদ্ধে তারা প্রতিদিনই সংগ্রাম করছেন, অনেকেই পড়েছেন হাঁসফাঁস অবস্থায়।তথ্য-উপাত্ত বলছে, গত দুই মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ, ডাল, মুরগির ডিম, সোনালি মুরগি, মাছ ও কয়েকটি সবজির দাম সর্বোচ্চ ৮৭ শতাংশ পর্যন্ত বেড়ে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে এখন বাজারে গেলেই মানুষের অসহায় দৃষ্টি চোখে পড়ে। সাধারণ মানুষ আসলে কী করা উচিত বুঝে উঠতে পারছে না। বাজারের খুচরা ব্যবসায়ীরা এক রকম কথা বলেন, আবার আড়তদাররা বলেন আরেক রকম। ক্রেতাদের কথা শোনার কেউ নেই। কেন বাড়ছে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম তার সদুত্তর পাওয়াও যাচ্ছে না।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তারা একরকম অসহায় হয়ে পড়েছে। এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট, বাজার তদারকির অভাব, সরবরাহব্যবস্থার দুর্বলতা এবং আয়-ব্যয়ের অসামঞ্জস্য। ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে সীমিত করে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণ জোরদার না করলে ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের জীবনে আরো চাপ তৈরি করবে।রাজধানীর বিভিন্ন খুচরা বাজার এবং সরকারি বিপণন সংস্থা টিসিবির ৪ সেপ্টেম্বর ও ৩ জুলাইয়ের বাজারদর পর্যালোচনা করে দেখা গেছে, গত দুই মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩৩ থেকে ৩৬ শতাংশ বেড়ে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১৭ শতাংশ পর্যন্ত বেড়ে ১৪০ থেকে ১৪৫ টাকায় উঠেছে। দেশি মুরগির বিকল্প হিসেবে সোনালি মুরগির চাহিদা বাজারে ব্যাপক, যার কারণে এই মুরগির দামও থাকে সব সময় চড়া।সোনালি মুরগি কেজিতে ৭ শতাংশ দাম বেড়ে মানভেদে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুর ডালের দামও কেজিতে ১৪ শতাংশ পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। চাষের মাঝারি সাইজের (দুই থেকে আড়াই কেজি ওজনের) রুই মাছ কেজিতে ১২ থেকে ১৪ শতাংশ বেড়ে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন কেজিতে ৩৩ থেকে ৬০ শতাংশ পর্যন্ত দাম বেড়ে মান ও জাতভেদে ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও কয়েক দিন আগে ২০০ টাকা পর্যন্ত উঠেছিল দাম।

এখন বাজারে যেসব পাকা টমেটো বিক্রি হচ্ছে সেগুলো মূলত ভারত থেকে আমদানীকৃত। গত দুই মাসের ব্যবধানে টমেটো কেজিতে ৬০ থেকে ৮৭ শতাংশ দাম বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। করলা কেজিতে ২৯ থেকে ৩৩ শতাংশ দাম বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি কেজিতে ৪৩ থেকে ৫০ শতাংশ বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্য বেশির ভাগ সবজি ৮০ টাকার নিচে বিক্রি হচ্ছে না। বর্তমানে বাজারের সবচেয়ে সস্তা সবজি হিসেবে পরিচিত পেঁপে ও আলু। সবজি দুটি যথাক্রমে ৩৫-৪০ ও ২৫-৩০ টাকায় পাওয়া যাচ্ছে।