গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৫ জন নিহতফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘরাজনৈতিক প্রভাব কমাতে ক্ষমতা পাচ্ছে এনটিআরসিএআফগানিস্তানে বাড়ছে লাশের মিছিলনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
No icon

মধ্যরাতে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

গতকাল শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের জামাল খান এলাকায় ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছে। ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিয়ে 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' স্লোগান দিতে দেখা যায়। 

মিছিলটি নগরীর সরকারি হাজি মুহাম্মাদ মহসিন কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে জামাল খান মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।