গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৫ জন নিহতফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘরাজনৈতিক প্রভাব কমাতে ক্ষমতা পাচ্ছে এনটিআরসিএআফগানিস্তানে বাড়ছে লাশের মিছিলনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
No icon

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছে। তারা দেশটির আজমান প্রদেশে একটি কোম্পানিতে কাজ করতেন।রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার।নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৫), আব্দুল হাকিমের ছেলে রাশেদ (৩২), লুৎফর রহমানের ছেলে রানা (৩০), শেখ ইরশাদের ছেলে রাজু (২৪) ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার মঞ্জুর ছেলে হিরা মিয়া (২২)।নিহতদের পরিবারের সদস্যদের বরাতে ইউপি চেয়ারম্যান রেশমা বলেন, তারা প্রতিদিনের মতো সকালে গাড়িতে করে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তাদের গাড়িটি বিস্ফোরিত হয়। এতে তাদের মৃত্যু হয়েছে।তিনি জানান, নিহতদের মধ্যে চারজনের বাড়ি জয়কৃষ্ণপুর ইউনিয়নে।