সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ১২ ডিগ্রির শীতে মোড়ানো পঞ্চগড়ের জনপদখালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের আরেক বিশেষজ্ঞ চিকিৎসক দলখালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিতরাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
No icon

ফ্লাইট মিস হওয়ায় ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে হামজার

ইংল্যান্ড থেকে সোমবার বেলা ১২টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা দেওয়ান চৌধুরীর। তবে পাঁচ ঘণ্টা দেরিতে বিকেল ৫টার দিকে তার আগমন হবে বাংলাদেশে, এমনটাই জানা গেছে। তবে এদিন জাতীয় ফুটবল দলের কোনো অনুশীলন সেশন না থাকায় বড় ভোগান্তিতে পড়তে হচ্ছে না তাকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে ঢাকায় আসার জন্য টিকিট দিয়েছিল। তবে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি তিনি। এরপর তিনি নিজেই নতুন ফ্লাইটের ব্যবস্থা করেছেন। এজন্যই ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে হামজার।