
টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানির ফলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুই উপজেলায় মোট ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ফুলগাজীতে ৩২টি মাধ্যমিক ও ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরামে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। সেখানে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।জেলা প্রশাসক সাইফুল ইসলাম মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে জানান, দুর্গতদের সহায়তায় ফুলগাজী ও পরশুরামে ৪০০ করে মোট ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রান্না করা খাবারের জন্যও ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া ত্রাণ তহবিল থেকে সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় সার্বক্ষণিক নজরদারির জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে (মোবাইল: ০১৮১৮-৪৪৪৫০০, ০১৩৩৬-৫৮৬৬৯৩)।এদিকে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১০টি স্থানে ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরামের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ পানির প্রবাহে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং চরম ভোগান্তিতে রয়েছেন।