থমথমে গোপালগঞ্জে আতঙ্কএকই পরিবারের কেউই আর বেঁচে নেইযেভাবে ফ্রি পাবেন ১ জিবি ডেটাগাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই১ ঘণ্টা পর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
No icon

৪৮তম বিশেষ বিসিএস: আজ ঢাকায় লিখিত পরীক্ষা, অংশ নিচ্ছেন ৪১ হাজার প্রার্থী

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (১৮ জুলাই)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২০টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।বিশেষ এই বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। ফলে প্রতি শূন্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে ১৪ জন।সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষার দিন যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া, পরীক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ নির্দেশনাও জারি করেছে কমিশন।পিএসসির তিন নির্দেশনা:

. ১. পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রার্থীদের প্রবেশপত্র ও কালো কালি ব্যবহৃত বলপেন নিয়ে অবশ্যই পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর হলে প্রবেশের সুযোগ থাকবে না।

২. পরীক্ষাকক্ষে প্রবেশের সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে রাখা যাবে না। নিষিদ্ধসামগ্রী আনলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।.

3.প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্রের নাম দেখে নিশ্চিত হয়ে যথাসময়ে পরীক্ষাকক্ষে পৌঁছাতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আগেভাগে কেন্দ্রে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।

. পরীক্ষার কাঠামো: লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।এমসিকিউ অংশে মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ বিষয়ের মধ্যে বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ এবং গাণিতিক যুক্তি বিষয়ক প্রশ্ন ১০ নম্বরের হবে।এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।