গোপালগঞ্জে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না : আইন উপদেষ্টাআমাদের শাসনামলে আবু সাঈদ হত্যার বিচার দেখে যাবেন: আসিফ নজরুলনিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারাগোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, ভাঙচুরদুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস
No icon

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে

নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটির দেখভালের দায়িত্বে থাকা ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক আজ বুধবার দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশে তিনি নৌকা প্রতীকটি সরিয়ে ফেলেছেন।

১৩ জুলাই নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচনী প্রতীক হিসেবে এখনই নৌকা বাদ দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।