নির্বাচনের আগে প্রশাসনে আরেক ধাপ পদোন্নতিসমরাস্ত্র তৈরির নতুন যুগে বাংলাদেশ১২ ফেব্রুয়ারি ‘ভোট ডাকাতি’ হতে দেবে না জনগণ: তারেক রহমানভোটের তিনদিন যানবাহন চলাচলে কঠোরতা আরোপ ইসি’র জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না: শফিকুর রহমান
No icon

ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

ইতালির ক্যালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া অঞ্চলে ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে তীব্র বৃষ্টি ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সিসিলির নিশেমি শহরে ভয়াবহ ভূমিধসের কারণে অন্তত ১,৫০০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে।

ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানিয়েছেন, নিশেমি শহরের কেন্দ্রের দিকে ভূমিধসের অগ্রগতি ঠেকাতে নিরাপত্তা বেষ্টনী ১০০ মিটার থেকে বাড়িয়ে ১৫০ মিটার করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রাই নিউজের তথ্য অনুযায়ী, ভূমিধসের রেখা প্রায় চার কিলোমিটার বিস্তৃত রয়েছে।