বিচারকদের প্রেষণে বদলি ও পদায়নে শৃঙ্খলা আসছেইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহতকাতার গেলেন সেনাপ্রধানঢাকার তাপমাত্রা সম্পর্কে যা জানাল আবহাওয়া অফিসআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ
No icon

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

আসছে ঈদকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। অনেকটাই  সিনেমার আদলে তৈরি একটি গানচিত্রের শুটিংও শেষ করেছেন তিনি । গানটির নাম  ‘ভালোবাসি বলে যাও’। এর কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত করেছেন ইমরান। এতে ইমরানের সহশিল্পী মারুফা তিশা। এ গায়ক বলেন, গানটি হচ্ছে সুপার সিনেমেটিক কমার্শিয়াল গান। সুন্দর সুন্দর জায়গায় গানটির শুটিং হয়েছে । আশা করছি গানটি সবার ভালো লাগবে এবং আমিও গানটি নিয়ে অনেক আশাবাদী। সৈকত রেজার নির্মাণে গানটিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন মারিয়া শান্ত। ইমরান জানান, ঈদ উপলক্ষে  খুব শিগগিরই গানটি প্রকাশ পাবে ইমরানের ইউটিউব চ্যানেলে। এ ছাড়াও ঈদুল ফিতরে এটিএন বাংলায় গানের একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে এ গায়ককে। অনুষ্ঠানটির  নাম ‘ইমরান শো-বকুলে চন্দনে, গানের বন্ধনে’। এর বাইরে এবারের ঈদ ইত্যাদিতেও দেখা মিলবে ইমরানের। এর বাইরে বেশ কয়েকটি ঈদ নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন ইমরান। তাকে পাওয়া যাবে ঈদের সিনেমার গানেও।