বিচারকদের প্রেষণে বদলি ও পদায়নে শৃঙ্খলা আসছেইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহতকাতার গেলেন সেনাপ্রধানঢাকার তাপমাত্রা সম্পর্কে যা জানাল আবহাওয়া অফিসআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির সমাবেশ আজ
No icon

লাকী আখন্দের সুরে অন্যরকম ভালো লাগা

লাকী আখন্দের সুরে গান মানেই অন্যরকম ভালো লাগার আয়োজন। এবার প্রয়াত এই সুরকারের একটি গান প্রকাশ হচ্ছে। গানটি দ্বৈতভাবে গেয়েছেন পশ্চিম বাংলার রাঘব চ্যাটার্জি এবং বাংলাদেশের সাঈদা শম্পা। গীতিকবি গোলাম মোর্শেদ আশা ব্যক্ত করে জানান, দু’জন মিলেই গানটির আবেগের চাহিদাকে পুরোপুরি মিটিয়েছেন। ‘অন্তরের সুখ তুমি’ শিরোনামের গানটি প্রকাশ হচ্ছে গান জানালার ইউটিউব চ্যানেলে।