শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: ডা. শফিকুর রহমানবাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকারকেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট
No icon

কিম সু হিয়োন ও অভিনেত্রী কিম জি উনের মধ্যে প্রেমের গুঞ্জন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে বিস্তর চর্চার মধ্যে তিনটি ছবি মুছে ফেলেছেন কিম সু হিয়োন। ‘কুইন অব টিয়ারস’-এ দম্পতির চরিত্রে অভিনয় করেছেন কিম সু হিয়োন ও কিম জি উন। এর আগে এই আরেক অভিনেত্রী কিম সে রনের সঙ্গে কিম সু হিয়োনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে তাঁর এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছিল, সেটির কোনো সত্যতা ছিল না।