সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাসচলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপিরশিশুখাদ্যে শতভাগ এলসি মার্জিন নেওয়া যাবে নাসাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিরা না এলে পত্রিকায় বিজ্ঞপ্তিপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
No icon

আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে : স্বস্তিকা মুখার্জি

হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে তিনি লিখেছেন, ‘তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতিবছর এমন ছবি দেখা যায় না। আলে কালে দেখা যায়।’ এর আগে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছিলেন, ‘অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।’ ভারতীয় শিল্পীদের মধ্যে কবীর সুমন, দেবসহ আরও অনেকে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।